দুর্গাপুরের সৌন্দর্য দ্বারা /By Beauty of Durgapur
পশ্চিমবঙ্গ সরকার খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ বাসীদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছে যার নাম লক্ষীর ভান্ডার প্রকল্প।
এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গ সরকার কম আয় সম্পন্ন পরিবারের মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করবে।
জেনারেল ক্যাটাগরির পরিবারদের মাসে ৫০০ টাকা ও
SC/ST ক্যাটাগরির পরিবারদের মাসে ১০০০ টাকা
করে দেওয়া হবে এই প্রকল্পের দ্বারা।
পশ্চিমবঙ্গ সরকার যেটি জানিয়েছেন, এই লক্ষীর ভান্ডার প্রকল্প এক ধরনের আর্থিক সাহায্য বা মাসিক আয় করার প্রকল্প যা একটি পরিবারের প্রধান মহিলা পেয়ে থাকবেন।
এই প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকার নিম্ন আয় সম্পন্ন সাধারণ ক্যাটাগরি পরিবারকে ৫০০ টাকা মাসে ও SC/ST ক্যাটাগরি পরিবারদের মাসে ১০০০ টাকা করে দেবে।
লক্ষীর ভান্ডার প্রকল্প আবেদন করার যোগ্যতা
পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য:
আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
আপনার পরিবারে কর দেয় এমন কেউ থাকা চলবে না।
আপনার পরিবারের দুই বিঘা বেশি জমি থাকা চলবে না।
খালি মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার ডকুমেন্টস
এই প্রকল্প আবেদন করতে আপনার যা যা ডকুমেন্টস লাগবে সেগুলি হল:
আধার কার্ড
স্বাস্থসাথী কার্ড
কাস্ট সার্টিফিকেট
রেশন কার্ড
বাড়ির ঠিকানার প্রমাণ
বয়সের প্রমাণ
ব্যাঙ্ক ডিটেলস
পাসপোর্ট সাইজ ফটো
মোবাইল নম্বর
পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা
পশ্চিমবঙ্গের নতুন লক্ষীর ভান্ডার প্রকল্পের কিছু সুবিধা গুলি হল:
আর্থিক সাহায্য
পরিবারের মহিলারা এই প্রকল্পের লাভ নিতে পারবে
এই প্রকল্পের জন্য ১২৯০০ কোটি টাকা বাজেট রাখা হয়েছে।
১.৬ কোটি পরিবার এই প্রকল্প থেকে লাভ পাবে বলে মনে করা হচ্ছে।
এই প্রকল্পে গ্রাম ও শহরের অর্থনীতির বিকাশ হবে
আবেদন করার ফর্ম
লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য ফর্ম নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন।
ফরমটি PDF ফরমেটে দেওয়া আছে।
লক্ষী ভান্ডার প্রকল্প কিভাবে আবেদন করবেন
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য খুব শীঘ্রই একটি অফিশিয়াল ওয়েবসাইট নিয়ে আসতে চলেছেন যেখান থেকে আপনি এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
এছাড়াও অফলাইনে আবেদন করার ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম পশ্চিমবঙ্গ সরকার এর “দুয়ারে সরকার” প্রকল্প ফের চালু হলে জমা দেওয়া যাবে।
How to fill Lakshmi bhandar scheme application form
lakshmi bhandar scheme application form pdf download:- A new scheme launched by West Bengal Govt for female household. Under this scheme, the residents of West Bengal will get a monthly benefit of rupees 1000 or 500, depending upon their category, from the government of West Bengal. A SC/ST Female head household will get rupees 1000 per month from 01/09/2021 and other than SC/ST Female head {General or OBC} household will get rupees 500 per month from 01/09/2021.
Here we provide this from a direct download link for you to see What this form looks like. Again, we advise you to wait for Duare Sarkar Camp where you can get this form free of cost.
FAQs
Lakshmi bhandar scheme এর ফর্মটি কোথায় পাবো ?
আপনি একদম ফ্রি তে এই Lakshmi bhandar scheme এর ফর্মটি পাবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। এই ক্যাম্প রাজ্য ব্যাপী শুরু হচ্ছে এই মাসের ১৬ তারিখ থেকে। আপনি ঐ ক্যাম্পে গেলেই এই ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
এই Lakshmi bhandar scheme ফর্মটি কিভাবে ফিলাপ করবো ?
আমরা একটা সেম্পেল দেখিয়েছি , এই ভাবে আপনি ফর্মটি ফিলাপ করতে পারেন। ফর্মটিতে কিছু ডিটেলস চাওয়া হয়েছে যেমন আপনার পার্সোনাল , যোগাযোগ এবং আপনার ব্যাঙ্কের ডিটেলস । সেই গুলো দেখে দেখে ভালো করে ফিলাপ করবেন।
যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে ?
এই প্রকল্পের আবেদনের জন্য স্বাস্থ্যসাথী কার্ড লাগবেই। যদি না থাকে তাহলে আপনি প্রথমে দুয়ারে সরকার ক্যাম্প থেকে Lakshmi bhandar scheme এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন , প্রথমে আপনি এই Lakshmi bhandar scheme এর জন্য প্রভিসনাল ভাবে সিলেক্ট হয়ে যাবেন পরে স্বাস্থ্যসাথী কার্ড এলে পাকাপাকি ভাবে এই স্কিমের মধ্যে চলে আসবেন।
যদি স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে থাকি কিন্তু URN নাম্বার পেয়ে থাকি তাহলে কি আবেদন করা যাবে ?
হ্যাঁ যাবে।
এই স্কিমের আবেদনের জন্য বয়স কত ধার্য করা হয়েছে ?
২৫ বছর থেকে নিয়ে ৬০ বছর অব্দি মহিলারা আবেদন করতে পারবেন।
ওবিসি দের জন্য মাসিক কত টাকা দেওয়া হবে ?
মাসিক ৫০০ টাকা করে ।
Scheme Name | Lakshmi bhandar |
Who Will Get this Benefit | Head Of Female household |
Monthly Benefit | Rs 1000 or 500 |
Yearly Benefit | Rs 12,000 – 6000 |
State | West Bengal |
Application Start from | 16/08/2021 |
Application End Date | 16/09/2021 |
Money Credit Start From | 01/09/2021 |
Application Format | Offline |
Application Medium | Duare Sarkar Camp |
Website | www.wb.gov.in |
0 Comments
If you have any doubts.Please let me know