শিক্ষানবিশ এবং অশিক্ষক কর্মীরা বদলির জন্য আবেদন জমা দিতে ইচ্ছুক


সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হয়েছে উৎসশ্রী পোর্টাল শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের জন্য ৩১ জুলাই শিক্ষা মন্ত্রী এই নতুন পোর্টাল টি উদ্বোধন করেছেন

এই আর্টিকেলে আমরা আলোচনা করব উৎসশ্রী পোর্টাল ২০২১ এর  বদলির জন্য আবেদন পদ্ধতিবদলির জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং তার পদ্ধতি

 চলুন তাহলে দেখেনি কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস উৎসশ্রী পোর্টাল এর জন্য লাগবে-

  1. শিক্ষক-শিক্ষিকাদের ইউনিক কোড
  2. নিয়োগপত্র
  3. জয়নিং রিপোর্ট
  4. সার্ভিস বুক
  5. সার্ভিস সার্টিফিকেট সময়সীমা মেডিকেলের প্রমাণপত্

পশ্চিমবঙ্গ উষসী পোর্টাল বদলির আবেদন পদ্ধতি

উষসী পোর্টাল বদলির জন্য এই পদ্ধতি গুলো অবলম্বন করুন:

প্রথমে এই লিঙ্কটিতে যাবেন। তার তার পর “Log In” ক্লিক করুন।

  1. এই পেজে আপনি (ওএসএমএস) OSMS টাইপ এন্টার করুন, স্কুলের ডিস্ট্রিক্ট সার্কেল বা সাব ডিভিশন, টিচারের ইউনিক কোড এবং প্যান নাম্বার দিয়ে পোর্টালটিতে লগইন করুআবার একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে
  2. জেনারেল ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করুন
  3. দিয়ে সেলফ ইনিসিয়েটড ট্রানস্ফার অপশনটিতে ক্লিক করুন
  4. এরপর আপনি যে স্কুলে বদলি হতে চান সেই ডিসট্রিক্ট, সার্কেল, সাব ডিভিশন এবং স্কুলের নাম আপনি ড্রপডাউন থেকে বেছে নিতে পারেন
  5. আপনিচেক ভ্যাকেন্সিএই অপশনটিতে ক্লিক করে দেখতে পারেন যে আপনার সিলেক্ট করা স্কুলটি তে ভ্যাকেন্সি আছে কিনা
  6. এরপর আপনি যথাযথ বদলির কারণ দিতে পারেন ড্রপডাউন অপশনগুলো থেকে
  7. তার সাথে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে দিন এবং ফর্ম এর বাকি অংশ ফিলাপ করে নেবেন যেমনভাবে দেওয়া থাকবে
  8. এরপর চেকবক্সটি তে ক্লিক করুন এবং তারপর প্রসিড অপশনটি সিলেক্ট করুন
  9. এরপর একটা পপ আপ আপনার সামনে চলে আসবে
  10. তারপরে ক্লিক করুনওকে
  11. চেকবক্সটি পুনরায় আবার ক্লিক করুন এবং আপনাকে ফাইনালাইজ করতে বলা হবে
  12. ফাইনালাইজ ক্লিক করার আগে আপনার দেওয়া তথ্য গুলি একবার ভেরিফাই করে নেবেন কারণ এই তথ্যগুলি পরে আর পরিবর্তন করা যাবে না
  13. ক্লিক করুন ফাইনালাইজ
  14. এরপর ইয়েস ক্লিক করুন
  15. আপনার ফর্মটি সফলভাবে জমা পড়ে যাবে

16. উপরে দেওয়া পদ্ধতি গুলো অবলম্বন করে রাজ্যের যেকোনো শিক্ষক বা শিক্ষিকারা নিজেরাই ট্রানস্ফার হতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের উৎসশ্রী পোর্টালের দ্বারা

17. প্রাইমারি অধ্যাপক বা অধ্যাপিকা, হাইস্কুলের অধ্যাপক বা অধ্যাপিকা এবং যেকোন নন টিচিং স্টাফ উৎস শ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন আগস্ট ২০২১ থেকে

যোগ্যতার মানদণ্ড | ELIGIBILITY CRITERIA

  •  আবেদনকারীকে নিশ্চিত হতে হবে এবং কমপক্ষে পাঁচ বছরের জন্য বর্তমান স্কুলে বর্তমান পদে চাকরি করতে হবে।
  • আবেদনকারীর বয়স 59 বছরের মধ্যে হতে হবে।
  • মাধ্যমিক(secondary schools) বিদ্যালয়ের ক্ষেত্রে, পোস্টিংয়ের স্থান 25 কিলোমিটারের বেশি হওয়া উচিত
  •  প্রাথমিক শিক্ষক(Primary teachers )একই বৃত্তের মধ্যে আবেদন করতে পারবেন না
  • শেষ বদলির পাঁচ বছরের মধ্যে কোন শিক্ষক/অশিক্ষক কর্মচারী আবেদন করতে পারবেন না
  •  যদি কেউ বদলির আদেশ প্রত্যাখ্যান করে তবে সে সাত বছর পূর্ণ হওয়ার আগে আবার আবেদন করতে পারবে না
  •  যদি কেউ সাসপেনশনের অধীনে থাকে, কোন শাস্তিমূলক কার্যক্রম/বিচারিক কার্যক্রম বা আর্থিক অনিয়মের অভিযোগের সম্মুখীন হলে সে স্থানান্তরের জন্য আবেদন করতে পারবে না

 

আপলোড করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস | DOCUMENTS REQUIRED TO BE UPLOADED

  • কোন অসুস্থতা সংক্রান্ত নথি   
  •   শারীরিক/Physical অক্ষমতা সম্পর্কিত নথি (40%এর উপরে)
  •  মহিলা শিক্ষকের জন্য সন্তানের জন্ম সনদ
  •  উভয় পত্নীর পোস্টিংয়ের জায়গার মধ্যে দূরত্বের শংসাপত্র
  •  পোস্ট করার স্থান এবং স্থায়ী ঠিকানার মধ্যে দূরত্বের শংসাপত্র
  •  নথির আকার(Documents size)200 KB এর বেশি হওয়া উচিত নয়
     

আমি উপরে উল্লিখিত যোগ্যতার মানদণ্ড পড়েছি এবং আমি অনলাইনে আবেদনের জন্য প্রাসঙ্গিক নথি সহ প্রস্তুত। এই লিঙ্কটিতে ক্লিক করুন।



 বন্ধুরা, আজকের পোস্টে, আপনারা সবাই উষসী পোর্টাল কি, বদলির জন্য আবেদন সম্পর্কে জানতে পেরেছেন। উষসী পোর্টাল সুবিধা কি তা এই পোস্টের মাধ্যমে আপনি আজ এই সব জানতে পেরেছেন। যদি আপনার মনে কোন প্রশ্ন থাকে, তাহলে আপনি মন্তব্য করে আমাদের জিজ্ঞাসা করতে পারেন, যদি আপনি আমাদের দেওয়া তথ্য পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।যদি আপনি অন্য কোন বিষয় সম্পর্কে জানেন চান অবশ্যই আমাদের লিখে জানান। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।